এমএম কিট(MM Kit) কাজ কি | খাওয়ার নিয়ম | গর্ভপাত করার টেবলেট| এম.এমকিট
এম এম কিট ঔষধ টা কি কাজ করে MM Kit
এমএন কিট ওষুধটি গর্ভধারণের ৬৩ অর্থাৎ ৯ সপ্তাহের মধ্যে মাসিক নিয়মিতকরণের জন্য ব্যবহার করা হয়। কোন রকম অস্ত্র প্রচার ছাড়াই এই ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ করা যায়। ৬৩ দিনের বেশি গর্ভধারণ হলে এমএম কিট ব্যবহার করার নির্দেশনা নেই। যদি কোন কারণে ৯ সপ্তাহের বেশি পার হয়ে যায় তাহলে ডাক্তারে পরামর্শ নিতে হবে।
এম এম কিট এর দাম কত mm kit price
এমএম কিটে রয়েছে ১টি মিফেপ্রিস্টোন ২০০ মি.গ্রা. টেবলেট এবং ৪টি মিসােপ্রােস্টল ২০০ মাইক্রো গ্রাম টেবলেট।মোট ৫ টেবলেট কিট টি বর্তমান মূল্য ৩০০ টাকা।
এম এম কিট টেবলেট উপাদান
এম.এম কিট ওষুধটিতে ২ধরনের উপাদানে তৈরি করা হয়েছে, প্রথম একটি টেবলেটে রয়েছে মিফেপ্রিস্টোন ২০০ মি.গ্রা. এবং দ্বিতীয় ৪টি টেবলেটে রয়েছে এর মিসােপ্রােস্টল ২০০ মাইক্রো গ্রাম। ওষুধটি এমএম কিট (mm kit) নামে বাজারজাত করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।এছাড়া এই ঔষধ বিভিন্ন নামে বাজারজাত করেছে দেশিও আরো অনেক গুলো কোম্পানি। Sads{1}
আরো পড়ুনঃ
এম এম কিট খাওয়ার নিয়ম
mm kit টেবলেট দুই ধাপে খাওয়াতে হয়। প্রথমে ধাপে মিফেপ্রিস্টোন ২০০মি.গ্রাম অর্থাৎ বড় যে টেবলেটটি ডাক্তারের সামনে মুখে খেতে হবে। দ্বিতীয় ধাপে ২৪-৪৮ ঘন্টার মধ্যে মিসােপ্রােস্টল ২০০ মাইক্রো গ্রাম অর্থাৎ ছোট চারটি টেবলেট জিহবা নিচে অন্তত আধা ঘণ্টা রাখতে হবে।কোন রকম থুথু ফেলা যাবে না। আধা ঘণ্টার মধ্যে টেবলেট চারটি শেষ না হলে বাকি অংশ পানি দিয়ে খেয়ে নিতে হবে।
* চিকিৎসকের পরামর্শ মােতাবেক ঔষধ সেবন করুন
এম এম কিট খাওয়ার কত দিন পর সহবাস করা যায়?
এমএম কিট-(MM Kit) খাওয়ার পর মাসিক নিয়মিত হলে। সুস্থ হওয়ার ২দিন পর থেকে সহবাস করা যায়। কোন অবস্থাতে ব্লেডিং অবস্থায় সহবাস করা যাবে না।তবে সহবাস করার আগে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ নিবেন।
এমএম কিট টেবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া
এই টেবলেট টির বেশি ভাগ ক্ষেত্রে মাসিকে অধিক রক্তক্ষরণ এবং মাসিকে অনিয়ম দেখা যায়। এছাড়াও মাথা ঘোরা, বমি করা, বমি বমি ভাব দেখা যায়। পেটে অধিক পরিমানে মোচড়,শরীর দূর্বলতা। মাসিকের ১৫ দিন আগে পরে অনিয়ম।কারো আগে হয় মাসিক আবার কারো কারো ক্ষেত্রে পিছিয়ে যায়। তবে এসকল উপসর্গ সবার ক্ষেত্রে দেখা যায় না। যদি এসকল উপসর্গ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মিফেপ্রিস্টোন গ্রহণের ১০ থেকে ১৪ দিন পর ডাক্তার যেতে হবে। আন্ট্রাসনােগ্রাফী করে দেখতে হবে গর্ভাবস্থার টিস্য রয়ে গিয়েছে কিনা। যদি কোন কারণে গর্ভবতী রয়ে যান তাদের ক্ষেত্রে ভ্রন বিকলাঙ্গ হওয়ার সম্ভবনা থাকে তাই আন্ট্রাসনােগ্রাফী করার অন্তত জরুরি। মাসিক নিয়মিতকরণ সফল না হলে ডাক্তারগন অস্ত্রোপচার এমভিএ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন।
আরো পড়ুনঃ- এমএমকিট খাওয়ার কত দিন পর বুঝা যায় বাচ্চা নষ্ট হয়েছে।
আরো পড়ুনঃ- এমএমকিট খাওয়ার কত দিন পর রক্ত বন্ধ হয়
এই পোস্ট সম্পৃক্ত কি।ছু বিষয়
১.এম এম কিট (mmkit)খাওয়ার কত দিন পর মাসিক হয়।
২.এমএমকিট খেলে কি ক্ষতি হয়।
৩.এম.এম.কিট কিসের ঔষধ।
৪.এম.এম কিট এর উপকারিতা।
৫.MM Kit খাওয়ার নিয়ম।
৬.mm kit এম এম কিট খাওয়ার কতোদিন পর বুঝা যায় বাচ্চা নষ্ট হয়েছে।
৭.এম এম কিট খাওয়ার কত দিন পর সহবাস করা যায়।
৮.এম এম কিট খাওয়ার নিয়ম কি।
৯.MM Kit খাওয়ার পর কতদিন ব্লিডিং হয়।
১০.এম এম কিট খাওয়ার কতক্ষণ পর মাসিক হয়।
১১.এম এম কিট কেন খায়।
১২.এম এম কিট কত দিনের মধ্যে খেতে হয়
ধন্যবাদ এই সকল বিষয় জানতে পারলাম।
.এম এম কিট (mmkit)খাওয়ার কত দিন পর মাসিক হয়।
২.এমএমকিট খেলে কি ক্ষতি হয়।
৩.এম.এম.কিট কিসের ঔষধ।
৪.এম.এম কিট এর উপকারিতা।
৫.MM Kit খাওয়ার নিয়ম।
৬.mm kit এম এম কিট খাওয়ার কতোদিন পর বুঝা যায় বাচ্চা নষ্ট হয়েছে।
৭.এম এম কিট খাওয়ার কত দিন পর সহবাস করা যায়।
৮.এম এম কিট খাওয়ার নিয়ম কি।
৯.MM Kit খাওয়ার পর কতদিন ব্লিডিং হয়।
১০.এম এম কিট খাওয়ার কতক্ষণ পর মাসিক হয়।
১১.এম এম কিট কেন খায়।
১২.এম এম কিট কত দিনের মধ্যে খেতে হয়।
এম এম কিট (mmkit)খাওয়ার কত দিন পর মাসিক হয়।
mmkit khawa ktodin por masik joi
ধন্যবাদ আপনাদের কে
আমার স্ত্রী এম এম কিট খেয়েছে গত মাসের ১০ তারিখে,আজকে আবার ১২ তারিখ কিন্তুু দ্বিতীয় মাসের মাসিক এখনো হয়নি,এখন কি করবো
এমএমকিট খাওয়ার পর প্রথম বার মাসিক হয়েছে কি?
কতও দিন পর মাসিক হবে আজ খাওালে
১-২দিনের মধ্যে স্বাভাবিক ভবে হয়ে যাওয়ার কথা
Koto din pore masik hoibo
আমি অবিবাহিত, আমার পিরিয়ড এর তারিখ ১০ দিন বেশি হয়েছে, কিন্তু এখনো পিরিয়ড হচ্ছে না, আমি কি করতে পারেন, লজ্জায় কাউকে বলতে ও পারছি না, প্লিজ জানাবেন।
অবিবাহিত মেয়েদের মাসিক চালু করা ঔষধ কি একটু বলবেন
আপনি আরেকটু বিস্তারিত বলুন। কেন মাসিক চালু করতে চান। মাসিক যথা সময়ে না হলে ডাক্তারের পরামর্শ নিন। কারো কারো ক্ষেত্রে মাসিক তারিখ পিছিয়ে যায় এটি স্বাভাবিক।
২.এমএমকিট খেলে কি ক্ষতি হয়।
এমএমকিট এর ক্ষতি কর দিক আছে বিস্তারিত পড়ুন
এএকিটে কি কি ধরনের ক্ষতিকর দিক আসে
ধন্যবাদ
থ্যাঙ্ক ইউ
সেপ্টেম্বর এর ১ তারিখ মাসিক হয়েছিলো এর পর আর হয়নি।।টেস্ট করেছি পজিটিভ আসছে।।এখন কাল কি এমএম কিট খাওয়া যাবে???
মাসিক কত দিন আগে বন্ধ হয়েছে
Koto din por masik hobe,1 month pregnant
এর পার্শপ্রতিক্রিয়া কেমন??আর গর্ভপাত কি সিওর হবে??১৫-১৮ দিন হইছে
হ্যা হবে। বাচ্চা বয়স ২ মাসের বেশি হলে সমস্যা হতে পারে। তবে সব সময় এম এম কিট ক্ষতিকর দিক গুলো মাথায় রাখবেন
আমার সেপ্টেম্বর 21 tarik last মাসিক hoise।এই মাসের r hoinai।pregnancy test negative। আমি কি mmkit khete parbo?
মাসিক হবার ৮ আগে থেকেই কোনো পদ্ধতি নেই না,কিন্তু এবার ভুলে ১৪ দিন পূর্বেই পদ্ধতি নেয়া হয়নি,গত কাল মাসিক হবার সময় ছিলো কিন্তু তেমন সম্ভাবনা দেকছিনা, এখন কি করনিয়ো,(২৬ দিন পর পর মাসিক হতো এবার দিনেও হয়নি)
কিট খাওয়ার পর কোন রক্ত পাত হচ্ছে না এখন কি করব
ডাক্তারের পরামর্শ নিন।
বাচ্চার বয়স ৮ দিন এম এম কিট কি খাওয়াবো?
আপনি ডাক্তারের পরামর্শ নিন।
আমি auguest মাসে একবার গর্ভপাত করাই । আমি এখন গর্ভধারণ করতে চাচ্ছি না । আমর নভেম্বর মাসে টেস্ট করে দেখি আমি গর্ভবতী । আমি এখন mm kit খেলে কি কোনো সমস্যা আছে ?
Amar wife ar sate sohobas koreci mashik ar 12 tom o din teke 3 din akon mashik ar date 10 din par hoye gese mashik hocce na. Akon ki mashik clear korar jonno MM kit tablet kawanu jabe plz bolben
না এমএমকিট খাওয়ানো উচিত হবে না। আগে আপনি প্রেগন্যান্সি টেস্ট করে দেখেন। প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করে জানতে এই পোস্ট টি পড়ুন https://www.explain24.com/2021/05/blog-post.html
এমএম কিট খাওয়ার কতখন পরে রক্ত আসে
১ টি বাচ্চা হওয়ার পর ২য় বাচ্চা নষটের জন্য কি এই ট্যাবলেট খাওয়া যাবে?
প্রথম বাচ্চা রাখবো না,2 মাস হইতে 3 দিন বাকি, বাচ্চা নষটের জন্য কি এই ট্যাবলেট খাওয়া যাবে?
প্রথম বাচ্চা ন'ষ্ট করা উচিত নয়। পরবর্তী গর্ভধারণ করতে সমস্যা পড়তে হবে। তবু যদি রাখতে না চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে পারেন।
Aj sondha 6:30 a kheyesi 2nd dose,bt maybe 30 min er agei pani kheye felesi,akhono bleeding hoy nai. Ki korbo akhon.
MM kit er boro osud ta ki pani diye khete hobe naki amni chuse khete hoi
আমারও একই প্রশ্ন এটা কি পানি দিয়ে গিলে খাবে নাকি চুষে খাবে..?
বড় টেবলেটি পানি দিয়ে খেতে পারেন। বাকি গুলো জিহ্বার নিয়ে রেখে খেতে হবে।
Sir MM kit খাওয়ার পর শিশুকে বুকের দুধ দেওয়া যাবে কি না?
আমার মিনসের ডেট ছিল ২০২১ সালের ডিসেম্বরের মাসের ২৪ তারিখে কিন্তু হয় না তাই আমি ২ দিন পড়ে ডাক্তারের কাছে গেলাম,ডাক্তার আমাকে নরমিন্স & আয়রন ট্যাবলেট দিসে ৩ দিনের, আর একটা সিরাপ দিসে তার নাম মিনসফ্লো।
তার পরে ও মিনস হয় না।আমি পরিক্ষা করলাম ডিজিটাল কাটি দিয়ে, ১ দাগ আসছে।
তারপর অন্য আরেক ডাক্তারের কাছে গেলাম সে ডাক্তার আমাকে একটা আয়রন ট্যাবলেট দিসে ও একটা কাটি দিসে।
পরিক্ষা করে দেখি পুরো পুরি ভাবে ভালো দেখায় না।
কিন্তু তারপর আমি আবার ডাক্তারের কাছে গেলাম। ৩১/১২/২১ইং
যাওয়ার পরে ডাক্তার আমাকে এম এম কিট দিলো। খেলাম দুপুর ২ঃ১৫ মিনিট। তারপর
০১/০১/২২ইং তারিখে দুপুর ২ঃ১৫ তে আবার আমি বাকি ৪ টা ঔষধ মাড়ির নিছে ৩০ মিনিট রাখলাম।
তারপর অবশিষ্ট অংশ টা আমি পানি দিয়ে খেয়ে পেলি।
কিন্ত আমার অনেক ব্যাথ্যা হচ্ছে পেটে,মাজায়,জ্বর, বমি বমি ভাব আসছে।
কিন্ত পাতলা একটু একটু করে আসছে মিনসের মতো। পুরো পুরি ভালো ভাবে রক্ত আসে না।
এটা কি কোন ধরনের সমস্যার কারণ?
এখন আমি কি করবো?
আপনি জানলে আমাকে একটু জানান?
আমার প্রশ্নের উত্তর টা আমি পাই না?
আমার বউ এর আরো দশ দিন আগে মাসিক হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না চেষ্ট করে দেখলাম বাচ্চা পেটে আমরা বাচ্চা নিতে চাচ্ছিনা এমন অবস্তায় mm kit খাওয়ানো জাবে
হুম খেতে পারে
আমি এমএমকিট ট্যাবলেটটা খেয়েছি মাসিক ও হইছে কিন্তু কিছুতেই থামছেনা,,,, সারাদিন যদি কমও থাকে কিন্তু রাতের বেলা বেশি হয়,,,, আজকে 10 দিন হলো এই অবস্থা হইছে আমার,,,,
এম এম কিট খাওয়ার পর ২য় মাসিক কবে হয়?
ভাই আমার উত্তর টা আমি এখনো পেলাম না।
মাসিকের সময় ভুলে খেয়ে ফেলছি এখন কি হতে পারে
৪৫ দিন ধরে পিরিয়ড মিসিং ৩ বার টেস্ট করিয়েছি নেগেটিভ আসছে নরমেন্স ওষুদও নিয়েছি অনেক গুলা পিরিযড হয় নি কিন্তু বাকি সব লক্কন দেখা যাচ্ছে মানে কয়েক ফোটা রক্ত পড়ছে কিছু বন্ধ হয়ে গেছে এখন কি যদি আর কিছু দিন পরে পিরিয়ড না হয় তাহলে এম এম কিট খাওয়া যাবে?
amr wife 20/02 mm kit keyece.... tar akono bleeding hoasce...
ki korbo please advice...
MM kit khawanor por otirikto kono khabar ki hawano uced. Naki savabik khabar e khabe....?
আমার wife এর বয়স (১৮) প্রথম ওষধ খাওয়ার ৪৭ ঘন্টা পারে দ্বিতীয় ওষধটি খায়। কিনতু সে ৩০ মিনিট পুরো মুখে রেখে ছিলো। ৩০ মিনিট পর বাকি টুকু পানি দিয়ে গিলে খেয়েছে একটু পরেই বমি করে পেলেছে।এর পর তার পেট অনেক ব্যথা করেছে।পরে mm kit এ যেই ওষধ লিখা ছিল অই ৫০০mg একটি খায়। এর ৪ ঘন্টা পর আবার ৪০০ mg এর একটা খায়।এখন ঘুম।
আমার প্রশ্ন হচ্ছে বমির জন্য কি করবো। কোন ঔসধ
আমার wife এর প্রায় ২মাস মাসিক বন্ধ টেস্ট করে দেখি কনসেপ্ট করেছে এখন কি এম এম কিট খাওয়া যাবে। কি ভাবে খাব
ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াতে পারেন। তবে বাচ্চা নষ্ট করা মহা পাপ মনে রাখবেন। পরবর্তীতে গর্ভধারণ সমস্যা হয়। এছাড়াও আরো নানা রকম সমস্যা রয়েছে।
আমার স্ত্রী এম এম কিট ২২-২-২০২২ এ খেয়েছে পরের দিনের ৪ টা বড়ি খাওয়া পর তার মাসিক শুরু হয়।প্রথম ৪/৫ দিন একটু বেশী রক্তপাত হয় তারপর আস্তে আস্তে কমে গেছে কিন্তুু আজ ১০ দিন হলো এখনো অল্প অল্প করে মাসিক হচ্ছে এখন কি করবো?
ঠিক না হলে ডাক্তারের পরামর্শ নিন। তবে এটা স্বাভাবিক এমএমকিট খেলে একটু সমস্যা হয়ে থাকে।
মাসিকের তারিখ থেকে ৪দিন ওভার হয়েছে এখন কি এমএম কিট খেলে সাভাবিক ভাবে মাসিক হবে নাকি ব্লেডিং হবে
মাসিক এর ডেট থেকে ৭-১০ দিন অভার এটা স্বাভাবিক বিষয়। আপনি বেবি চেক করে আগে নিশ্চিত হতে হবে গর্ভবতী কিনা। গর্ভবতী হলেও এই টেবলেট মাধ্যমে বেবি নষ্ট করা যুকি রয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়ানোর পরামর্শ রইলো।
আসসালামু আলাইকুম...
আমার বয়স ২২.. অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী...
গত ১৮ তারিখ শারীরিক সম্পর্কের সময় অনিচ্ছাকৃত ভাবে খুবই সামান্য পরিমানে ভেতরে পড়ে যায়...
১৮/১৯ তারিখে আমার মাসিকের ডেট থাকায় আর তেমন রিস্ক মনে না হওয়ায় আই পিল নেইনি...
তার একদিনের মাঝে আমার সামান্য পরিমানে স্পটেড ব্লাড যাওয়া শুরু হয়.. ভেবেছি মাসিক হবে হয়তো তাই..কিন্তু তার ও লক্ষ্মণ না দেখে ২০ তারিখ সকাল সকাল পিল নিয়ে নি...
এরপর এখনো মাসিক হয়নি..শরীর খুব দূর্বল...মাঝে মাঝেই মাথা খারাপ লাগছে...বমি ভাব, এসিডিটি এর মতো পেইন হচ্ছে...
এটা কি প্রেগ্ন্যাসির লক্ষ্মণ? আর আমি এখনি প্রিপেয়ার্ড নই! তাই যদি পসিটিভ হয় ও..মেডিসিন এ এবোর্ট করার কোনো পদ্ধতি আছে কি??
গর্ভধারণ/যৌনিতে বীর্য যাওয়ায় কত দিন পর মাসিক বন্ধ হয়ে যায়??
দয়া করে তারাতারি জানাবেন🥰
আমার স্ত্রীর মাসিক ১০ থেকে ১৫ তারিখের মধ্যে হয় কিন্তু আজও হয়নি এটার সমাধান দিবেন প্লিজ